বৃহস্পতিবার, ১৮ই জানুয়ারি, ২০১৮ ইং ৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

না ফেরার দেশে পরিচালক পি এ কাজল

AmaderBrahmanbaria.COM
মে ২৫, ২০১৭

 

বিনোদন ডেস্ক :বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল আর নেই। বুধবার রাত সাড়ে ১২টায় রাজধানীর জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পি এ কাজলের ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য জানান, বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজারের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রপরিচালক দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেয়া হয়েছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। অবস্থার অবনতি হওয়ায় ৪ মে তাকে জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পি এ কাজলের পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। তার স্ত্রী সুচিত্রা আচার্য। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফিল্ম আর্কাইভের ওপর কোর্স করেন কাজল। এরপর চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাকিব খান থেকে শুরু করে সাইমন পর্যন্ত প্রায় সব তারকাই তার ছবিতে অভিনয় করেছেন।

‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’, ‘প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’–এর মতো জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। তার নির্মিত সর্বশেষ ছবি ‘চোখের দেখা’ গত বছর মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

  • জঙ্গি দমনে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কেরি: নাসিমজঙ্গি দমনে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কেরি: নাসিম
  • শ্বশুর বাড়িতে ডাকাতির সময় শ্বশুরকে খুন শ্বশুর বাড়িতে ডাকাতির সময় শ্বশুরকে খুন
  • রমজানে স্বাস্থ্য ভালো রাখতে ২১ টিপসরমজানে স্বাস্থ্য ভালো রাখতে ২১ টিপস
  • ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মা-ছেলে আটকব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মা-ছেলে আটক
  • গঙ্গা-পদ্মার মৈত্রীই ভরসা ছায়াছবিতেগঙ্গা-পদ্মার মৈত্রীই ভরসা ছায়াছবিতে
  • ভবন সরাতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএভবন সরাতে এক বছর সময় চেয়েছে বিজিএমইএ
  • মেয়ের ভুলে চাকরি হারালেন অ্যাপল ইঞ্জিনিয়ারমেয়ের ভুলে চাকরি হারালেন অ্যাপল ইঞ্জিনিয়ার
  • ফিডারের দুধে বিষ মিশিয়ে সন্তানকে হত্যাফিডারের দুধে বিষ মিশিয়ে সন্তানকে হত্যা
  • সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপসম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ-গ্রিস সংসদীয় মৈত্রী গ্রুপ
  • ট্রাকের ধাক্কায় এক  ব্যক্তি  নিহত ট্রাকের ধাক্কায় এক  ব্যক্তি  নিহত 
  • বাড়ছে স্বামীর সঙ্গে প্রতারণার হার!বাড়ছে স্বামীর সঙ্গে প্রতারণার হার!
  • শাকিবের তুলনা হয় না : শ্রাবন্তীশাকিবের তুলনা হয় না : শ্রাবন্তী