g তাইওয়ানে সমকামী বিয়ের পক্ষে আদালতের রায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

তাইওয়ানে সমকামী বিয়ের পক্ষে আদালতের রায়

AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে সমাকামীদের মধ্যে বিয়ের পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

এর ফলে এশিয়া মহাদেশের প্রথম দেশ হচ্ছে তাইওয়ান, যেখানে সমকামী বিয়ে বৈধতা পাচ্ছে।

সর্বোচ্চ আদালত তাদের রায়ে বলেন, বর্তমানে সমলিঙ্গের ব্যক্তিদের বিয়ের ক্ষেত্রে আইনে যে বাধা রয়েছে, তা তাদের সমতার অধিকারের লঙ্ঘন এবং অসাংবিধানিক। বর্তমান আইন সংশোধন বা নুতন আইন প্রণয়নে পার্লামেন্টকে দুই বছর সময় বেঁধে দিয়েছেন আদালত।

তাইওয়ানে এলজিবিটি লোকজনের ওপর সম্প্রতি অত্যাচার-নিপীড়ন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ রায় দিলেন আদালত। রায় নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত বলেছেন, মৌলিক নৈতিক শৃঙ্খলা রক্ষার তাগিদে সমলিঙ্গের দুই ব্যক্তিকে বিয়ে করতে বাধা দেওয়া ভিন্ন ধরনের ব্যবহারের নজির, যা কোনো যৌক্তিক ভিত্তিতে করা হচ্ছে না।

আদালত আরো বলেন, সংবিধান অনুযায়ী ভিন্নমাত্রার এ ব্যবহার সমতার অধিকারের অন্তর্নিহিত শক্তি ও অর্থের বিরোধী।

স্বশাতি তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের দাবি করে থাকে চীন। উদার মূল্যবোধের জন্য বহুল পরিচিত দেশটি। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ‘গে প্রাইড’ অনুষ্ঠান হয় এ দেশে।

সমকামী বিয়ের পক্ষে দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়নের সমর্থন রয়েছে।

এ জাতীয় আরও খবর