g তল্লাশির ১২ ঘণ্টা পর গুলশান কার্যালয়ে খালেদা জিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

তল্লাশির ১২ ঘণ্টা পর গুলশান কার্যালয়ে খালেদা জিয়া

AmaderBrahmanbaria.COM
মে ২১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : তল্লাশি চালানোর প্রায় ১২ ঘণ্টা পর গুলশান কার্যালয়ে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে আসেন। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে এই কার্যালয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় দুই ঘণ্টা চলে এই তল্লাশি। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ও তার রাজনৈতিক কার্যালয় কাছাকাছি এলাকায় অবস্থিত। তবে সকালে রাজনৈতিক কার্যালয়ে পুলিশের অভিযানের পুরোট সময় খালেদা জিয়া ছিলেন তার বাসাতেই। অভিযান শেষেও তিনি তার কার্যালয়ে যাননি। কার্যালয়ের কর্মকর্তাদের কোনো নির্দেশনা দেননি বলেও জানা গেছে।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার দুপুরে বলেন, ‘ম্যাডাম প্রত্যেকদিন সন্ধ্যার পরে আসেন। বিশেষ প্রয়োজনে অন্যান্য সময়ে আসেন। তবে আজ এখন পর্যন্ত এখানে আসেননি।’

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়টি দুই নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে অবস্থিত। আর তার বাসভবন কার্যালয়ের পাশেই ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে। এই অভিযান চলাকালে তিনি ‘ফিরোজা’ নামে এই বাড়িতেই অবস্থান করছিলেন।

খালেদা জিয়া এই অভিযানের সময় কী করেছেন-জানতে চাইলে বিএনপির প্রেস উইংএর সদস্য শামসুদ্দীন দিদার বলেন, ‘আজকের ঘটনার সময় ম্যাডাম এখানে ছিলেন না। বাসায় বিশ্রামে আছেন।’

এদিকে কার্যালয়ে তল্লাশির খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ছিলেন। তিনি সেখানে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এই তল্লাশির তীব্র নিন্দা জানান।

রাতে খালেদা জিয়া কার্যালয়ে এসে পূর্ব নির্ধারিত একটি কর্মর্সূচিতে অংশ নেন। জাতীয়তাবাদী হেল্প সেল এর সহযোগিতায় বিগত আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে আর্থিক সহযোগিতা দেন খালেদা জিয়া। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়া আগামীকাল দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। রবিবার রাত সাড়ে আটটায় গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুলশান কার্যালয়ে তল্লাশির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর