বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রবৃদ্ধি নিয়ে সরকার চরম মিথ্যাচার করছে : রিজভী

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : বর্তমান ভোটারবিহীন সরকার অর্থনীতির বারোটা বাজিয়ে দেশের প্রবৃদ্ধি নিয়ে চরম মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, রবিবার এনইসি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী দাবি করেন বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ শতাংশ। অথচ ওই দিনই বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ৬ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, বাস্তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের পূর্বাভাস থেকে আরও কম। কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই লুটপাটের মাধ্যমে আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধনও বর্তমান শাসকগোষ্ঠী খেয়ে ফেলেছে। আস্থার সংকটে বর্তমানে আর্থিক খাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়।

তিনি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অন্যদিকে রফতানি আয়েরও অবস্থা খারাপ। বর্তমানে ভয়াবহ দু:শাসনে বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় পোশাক রফতানি খাত অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে লুটপাটের কয়েক লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটা পেছনের দিকে নাকি সামনের দিকে তা স্পষ্ট করেননি। দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতে-দেশের উন্নয়নের আর্থিক সূচকগুলো নিম্নমুখী। এর আরেকটি বড় কারণ হচ্ছে-স্বয়ং অর্থমন্ত্রীও বলেছেন- দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, রেমিটেন্স কমছে, রফতানি কমছে। এই যদি আর্থিক চিত্র হয়, তাহলে উন্নয়ন কী আকাশে হচ্ছে? আসলে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের, রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর দাক্ষিণ্যে তারা মোটাতাজা হচ্ছে।