বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

গাধার বাচ্চার নাম ঠিক করতে ভোটাভুটি!

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক খামারে ছিল অযত্নে পালিত অত্যন্ত দুর্বল একটি গাধা। অনাহারে যখন গাধাটির মারা যাওয়ার অবস্থা, তখনই প্রাণী অধিকার কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমিরেটস২৪৭.কম।

জানুয়ারি মাসে উদ্ধার করা হয় গাধাটিকে। এরপর তার নাম দেওয়া হয় রোমিও। পরবর্তীতে জানা যায়, গাধাটি গর্ভবতী। আর দুর্বল এ গাধাটি যথেষ্ট পরিচিতিও পায়। স্থানীয় প্রাণী কর্মীরা গাধাটির নিরাপদে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে।

গাধাটির যে শাবক জন্মগ্রহণ করেছে তার নাম এখনও ঠিক করা হয়নি। প্রাণীটির সুচিকিৎসার জন্য তহবিলও গঠন করা হয়েছে। এ তহবিলে টাকা দেওয়ার পাশাপাশি যে কেউ তার নাম নির্বাচনের জন্য ভোট দিতে পারে। যে কেউ পাঁচ ডলার অনুদান দিলেই এর নাম নির্বাচনে ভোটাভুটিতে অংশ নিতে পারবে।

গাধা শাবকটির যে নামগুলো থেকে ভোট দেওয়া যাবে তার মধ্যে রয়েছে- লিল সেবাস্তিয়ান, জর্জি, ভ্যান, জে.আর. ও লাকি।