শনিবার, ২০শে মে, ২০১৭ ইং ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘মায়েরাই আসল অলরাউন্ডার’

AmaderBrahmanbaria.COM
মে ১৪, ২০১৭

মে মাসের দ্বিতীয় রোববার হলো ‘বিশ্ব মা দিবস’। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না। তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। জগতে মায়ের মতো এমন আপনজন আর কে আছেন! তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রিয় মমতাময়ী মায়ের মর্যাদার কথা।

সারা বিশ্বের সকল মমতাময়ী মায়েদের শুভেচ্ছায় ভাসাচ্ছে পৃথিবীর সকল সন্তানেরা। পিছিয়ে নেই বাংলাদেশী ক্রিকেটাররাও। বাংলাদেশের প্রায় সকল ক্রিকেটারই মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিদেশীয় সিরিজে শত ব্যস্ততার মাঝেও মাকে ঘিরে সাকিব-মুশফিক-রিয়াদ-সাব্বির-সোহানদের ভাবনার শেষ নেই। কেননা এই মায়েরাই যে তাদের প্রেরণা, আসল অলরাউন্ডার!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে দুই মা’র (নিজের মা ও শাশুড়ি) সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লেখেন, ‘আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক বিরাট অবদান রয়েছে। আমাদের সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না…মায়ের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।’

মুশফিকের ভায়রা ভাই জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ তার দুই মা’র সঙ্গে নিজের পুত্রের মা’র ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতিটি দিনই আমার জন্য মা দিবস। কারণ, পৃথিবীর সবকিছুর চেয়ে তার সাথেই বেশি জুড়ে থাকি। পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা।’

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। বিশেষ দিনে মাকে তাই অনেক মিস করছেন পেসার তাসকিন আহমেদ, ‘মা দিবসের শুভেচ্ছা আম্মাজান। অনেক মিস করছি আম্মু।’

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার ফেসবুক আইডিতে লিখেছেন ‘মা তোমাকে অনেক ভালোবাসি।’

জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন, ‘আমি আজ যা কিছু তা সব তোমার জন্যই মা।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে নিজের মা ও কন্যার ছবি পোস্ট করেন। সেখানে সকল মাকে অলরাউন্ডার আখ্যা দিয়ে সাকিব লিখেছেন, ‘মায়েদের কাজ এর কোনো শেষ নেই। মায়েরা কাজ করে, রান্না করে, বাজার করে, সেবা করে এবং আরও অনেক কিছু করে। কিন্তু এতো কিছুর পরও মায়েরা থেমে থাকেনা। তাই তো তারাই আসল অলরাউন্ডার! সকল অলরাউন্ডার মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।’