ফিটনেস বিহীন বাস বন্ধের দাবিতে মানব বন্ধন
নিজস্ব প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় ঢাকা -সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্রাপাড়া নামক স্থানে মানব বন্ধন করেন সাধারণ যাত্রীরা।
মানব বন্ধনে অংশ নেয় লেগুনা গাড়ির মালিক শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
তারা এই সময় বলেন সরকার যখন সারা দেশে সিএনজি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচল বন্ধ করে দেয় তখন আমরা চার চাকার হুইলার নামাতে যাই,কিন্তু রাস্তায় নামাতে পারছিনা,ফিটনেস বিহীন লোকাল বাসের মালিক শ্রমিকদের জন্য।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতি চার চাকার হুইলার চলাচলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে দেয়। আমরা উচ্চ আদালত থেকে চলাচলের জন্য রায় পাই, আমাদের অনুকুলে উচ্চ আদালত রায় দিলেও আমরা রাস্তায় গাড়ী নামাতে পারছিনা।
ফিটনেস বিহীন লোকাল বাসের মালিকরা চার চাকার হুইলার চলাচলে বাধা সৃস্টি করছে।
কিছু সাধারণ যাত্রীরা অভিযোগ করেন তারা অনেক সময় রোগী নিয়ে যাতায়াত করতে অনেক বেগ পেতে হয়,লোকাল বাসে করে জেলা শহরে পৌছানো কষ্ট সাধ্য হয়ে পড়ে।
বক্তারা আরো বলেন আমরা আজকে মানব বন্ধনের মাধ্যমে প্রশাসনের সুদৃস্টি কামনা করছি। না হয় আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ সামনে আরো কঠিন কর্মসূচী দিবো। কারণ আমরাও আর দশ জন মানুষের মতো দুবেলা খেয়ে পরে বাঁচতে চাই।