ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক : ভিশন ২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাকা সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিন হোটেল থেকে খালেদা জিয়ার বক্তব্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করবে বিএনপির কমিউনিকেশন সেল।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, ফেসবুকে বিএনপির ফ্যান পেজে (www.facebook.com/bnp.communication) খালেদা জিয়ার বক্তব্য সরাসরি দেখা যাবে।
সংবাদ সম্মেলনে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কূটনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত সোমবার ভিশন ২০৩০ নিয়ে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে সর্বসম্মতিক্রমে ভিশন ২০৩০ অনুমোদন করা হয়।

৫৮টি দল নিয়ে এরশাদের নতুন জোট


