সরাইলের ইমাম পরিষদের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে ইমাম পষিদের আয়োজিত ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগিতায় জঙ্গিবাদ, মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাহবাজপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়া, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম কালন, জেলা জাতীয পার্টির সদস্য আব্দুল আজিজ, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহম্মেদ রাজ্জি, মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা শামছুল আলম, হযরত মাওলানা আব্দুর রহমান কাশেমী, হাফেজ কবির আহম্মেদ, হযরত মাওলানা আফতাব খান জেহাদী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃ আহমাদুল কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের সাধারন সম্পাদক হাজী মাহফুজ আলী,হাজী ইকবাল হোসেন। এ সময় সমাবেশে মাদক সেবী ইব্রাহিম মিয়া তৌওবা করে ওয়াদা করেছে আর কোন দিন মাধক সেবন করবেন না বলে বক্তব্য দিয়েছেন। প্রধান অতিথি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন , ইসলাম শান্তির ধর্ম ইসলাম পৃথিবী এসেছিল এমন এক সময় যখন পৃথিবী জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ,মাদক ,নারী নিযাতন,বেড়ে গিয়াছিল তখন হযরত মোহাম্মদ (সা:) শান্তির পতাকা হাতে নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আমরা লক্ষ্য করেছি জঙ্গিবাদরা , তাদের দাড়ি নাই পেন্ট পড়া গেঞ্জি পড়া যুবকরা ইসলামকে জড়িয়ে তাদের মগজ ধোলায় করে হত্যা কান্ড করে যাচ্ছে। বলছে তারা বেহেস্ত চলে যাবে বলে মানুষ হত্যা করে। মাদ্রাসার ছাত্ররা এতে জড়িত নয়।