g ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী মামুন মিয়া সাইবার ক্রাইমে জড়িত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী মামুন মিয়া সাইবার ক্রাইমে জড়িত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৪, ২০১৭

---

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের মামুন। নিজের ব্যবহৃত সৌদি আরবের মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে সমাজের গুণী মানুষের চরিত্র হনন আর মানহানিকর অপপ্রচারে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন এক ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদরের আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ফেসবুক স্ট্যাটাসে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে ফারজানা ডেজি নামক এক ভুয়া ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও চরম মানহানিকর কমেন্ট (মন্তব্য) করে। পরে এ তথাকথিত ফারজানা ডেজিকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে সে তার ফেসবুক ওয়ালে হাস্যকর এক স্ট্যাটাস লিখে যেখানে সে দাবী করে তার ফেসবুক আইডি হ্যাক করেছে আনোয়ার নামের একজন, হ্যাক করে সভাপতির বিরুদ্ধে খারাপ কথা লিখেছে। স্ট্যাটাসে সে আনোয়ারের দুটি গ্রুপ ছবিসহ দেয়।

তথাকথিত এ ফারজানা ডেজির স্ট্যাটাসকে কেন্দ্র করে এলাকায় চরম ভুল বুঝাবুঝি ক্ষোভ ও গ্রুপিং শুরু হয়।
মূলত জনাব আনোয়ার হোসেন একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।
বিষয়টি আনোয়ার সাহেবের দৃষ্টিগোচর হবার পর তিনি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বিভিন্ন পেশাজীবী বন্ধুদের সহযোগিতায় তথাকথিত ‘ফারজানা ডেজি’ নামের ফেসবুক আইডি তদন্ত করে দেখা যায় সেটি সৌদি আরবের একটি মোবাইল নম্বর দিয়ে খোলা এবং আইডির প্রোফাই ইনফোতে কন্টাক্ট নম্বর হিসেবেও একই নম্বর দেয়া। নম্বরটি হচ্ছে 9660530455015. এই নম্বরটি imo তে save করা হলে ব্যবহারকারীর নাম দেখায় মামুন মিয়া এবং প্রোফাইল পিক হিসেবে মামুন মিয়ার ছোট্ট নিস্পাপ শিশুর ছবি। এছাড়াও True Caller সফটওয়্যারে স্ক্যান করেও একই নাম পাওয়া যায়। অতঃপর নিশ্চিত হওয়া যায় যে ফারজানা ডেজি নামের ভুয়া ফেসবুক আইডিটি মূলত এই মামুন মিয়া চালাচ্ছে। এ ভুয়া আইডি দিয়ে সৌদি আরবে বসে সে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার মাধ্যমে এলাকায় শান্তি বিনষ্ট করা সহ মারাত্মক সাইবার অপরাধে জড়িত। মামুন মিয়ার সদর থানার আহরন্দ গ্রামের মরহুম আবু নেছার এর ছেলে। এলাকায় খবর নিয়ে জানা যায় দেশে থাকাকালীন মামুন মিয়া আদম পাচার, মাদকগ্রহনসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। গত ২০ এপ্রিল তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় দায়েরকৃত জিডি নং ১০৩৩।  ঢাকাস্থ সৌদি দূতাবাসেও মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আসল অপরাধী ধরা পরায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন তারা একটি সাংঘর্ষিক অবস্থা থেকে রক্ষা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর