বুধবার, ২৬শে এপ্রিল, ২০১৭ ইং ১৩ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরের পানিতে ইউরেনিয়াম নেই : আনবিক শক্তি কমিশন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৩, ২০১৭

সুনামগঞ্জের হাওরের পানিতে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের কোনো প্রমাণ মিলেনি বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা। রোববার সকালে বিজ্ঞানী দল এই ঘোষণা দেন।
এরআগে শনিবার রাতে হাওরের পানির তেজস্ক্রিয়তার প্রভাব জানতে পরমাণু শক্তি কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জ যায়।
পরমাণু শক্তি কমিশনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি রক্ষা বাঁধ ভেঙে কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ বিস্তৃর্ণ হাওর এলাকা ডুবে যায়। ফলে কৃষকদের কয়েক হাজার কোটি টাকার ধান ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে শুরু হয় মাছ ও হাঁসসহ জলজ প্রাণীর মড়ক। প্রাথমিকভাবে ধানগাছ পঁচে এমোনিয়া গ্যাস উৎপন্ন হবার কারণে মাছ ও জলজ প্রাণী মরছে বলে ধারণা করা হয়েছিল।

কিন্তু হাওরের পানিতে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি মেঘালয়ের একটি অসসম্পূর্ণ ইউরেনিয়াম খনি থেকে ইউরেনিয়াম মিশে গিয়ে ভয়াবহ বিপর্যয় হতে পারে এই খবর প্রকাশের সাথে সাথেই নড়েচড়ে বসে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের কয়েকজন সদস্য শুক্রবার রূপপুর বিদ্যুত কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে খবর জানতে পেরেই প্রাথমিকভাবে একটি প্রতিনিধি দলকে সুনামগঞ্জ পাঠানো হয়। এরপর শুক্রবার রাতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আণবিক শক্তি কমিশনের একজন সিনিয়র সদস্য ও অভিজ্ঞ বিজ্ঞানীর নেতৃত্বে আর একটি দল হাওরে পাঠানোর সিদ্ধান্ত হয়।
কমিশন সূত্র জানায়, বিজ্ঞানীরা হাওর থেকে নানান নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে এনে দ্রুত পরীক্ষা করে ইউরেনিয়ামের বিষয়টি নিশ্চিত হতে চান।

এ জাতীয় আরও খবর

  • লাশ চুরির ভয়ে ঘরেই দাফন !লাশ চুরির ভয়ে ঘরেই দাফন !
  • হাওরে মাছ বিনষ্ট ১২৭৬ মেট্রিক টন, হাঁস মরেছে ৩৮৪৪টি
  • সিলেটের স্কুলে ‘শক্তিশালী বোমা’, শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা
  • ‘বাড়িটি ছিল জেএমবির বোমা তৈরির কারখানা’‘বাড়িটি ছিল জেএমবির বোমা তৈরির কারখানা’
  • সোমবার তোলা হবে রাউধার লাশ
  • ঝিনাইদহে একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ