শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুবিহীন কতৃপক্ষ উদাসীন
নিজস্ব প্রতিনিধি : জেলা শহরের পৌর এলাকার গুরুত্বপূর্ণ জায়গা কালাশ্রীপাড়া, কারখানাঘাট ও আনন্দবাজার একাংশে গত ২দিন যাবৎত বিদ্যুবিহীন অবস্হায় পড়ে আছে শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ। গত বুধবার সন্ধ্যায় ঝাড়ের কারণে বিকট শব্দে এলাকার ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে সমস্ত এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। বিশেষ করে এলাকার ব্যবসা-ব্যাণিজ্যের দোকান পাট, মসজিদে নামাজের মুসুল্লি, এইচ এস সি পরীক্ষার্থী সহ হাজারো মানুষের বাসা-বাড়িতে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে বিদ্যু উন্নয়ন বোর্ড (বিউবো) উদাসীনতার অনেক আজ ও এলাকায় বিদ্যুতের কোন ব্যবস্হা হয়নি। যদি বিউবো নিজস্ব মোবাইল ট্রান্সফর আছে সেগুলো এরকম জরুরি অবস্হার সময় থাকে কোথায়। ভুক্তভোগী অনেক বলছে, বিদ্যু অফিস টাকা ছাড়া কোন কাজ করেনা আমরা অতীতে ও আমাদের এলাকায় এরকম পরিস্হিতি টাকা দিয়ে বিকল্প ট্রান্সফর মারের ব্যবস্হা করেছি।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যু উন্নয়ন বোর্ড (বিউবো) প্রধান নির্বাহী কর্মকর্তা মো:কামরুজ্জামান বলেন, আমরা কুমিল্লা লোক পাঠিয়েছে আশা করি দ্রুত ব্যবস্হা হবে।