যে কারণে ত্রিদেশীয় সিরিজে নাসির
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে আছেন প্রায় বছর খানেক। এর মাঝে তাকে নিয়ে অনেক কথাই বলছেন অনেকে। বাদ যাননি খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। অনেকে তাকে ‘বাতিল’ এর খাতায়ও ফেলে দিয়েছিলেন। সেই নাসির হোসেন আবার ফিরেছেন টাইগারদের ডেরায়। সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ড সফরের দলে আছেন মিস্টার ফিনিশার। তাই হঠাৎ করে আবার তাকে দলে নে
ওয়া নিয়েও শুরু হয় আলোচনা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর যুক্তি সাব্বির রহমান টপ অর্ডারে ব্যাটিং করায় সাত নম্বরে বিকল্প খেলোয়াড় রাখতেই নাসিরকে দলে অন্তর্ভুক্ত করেছেন।
‘একই পজিশনে আগে তিনটা খেলোয়াড় ছিল। সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ এ তিনজন খেলোয়াড়ের পরে কিন্তু নাসির। এখন সাব্বির খেলছে তিন নম্বরে। এখানে একটা জায়গা খালি হয়েছে। সে হিসেবে ও দলে এসেছে। এখন ওদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে ছয় ও সাত নম্বরে ব্যাটিং করার জন্য। তাই ওকে প্রস্তুত করতেই আবার ফিরিয়ে আনা হয়েছে।’ – নাসির হোসেনকে ফিরিয়ে আনার ব্যাখ্যা দিয়ে এমনটাই বলেন প্রধান নির্বাচক।
তবে বেশ কিছুদিন থেকেই ব্যাটও কথা বলছে নাসিরের। ইমার্জিং কাপে দারুণ এক সেঞ্চুরি তুলে নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও করেছেন সেঞ্চুরি। জাতীয় দলের ক্যাম্পে ফিরিয়ে আনার এটাও একটা কারণ বলে উল্লেখ করেন নান্নু, ‘নাসির হোসেন এক বছর ধরে দলের সঙ্গে সফর করছে না। সেই হিসেবে ওকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে এনেছি। ও ইমার্জিং কাপ ও ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। যেহেতু সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে। তা ছাড়া আয়ারল্যান্ড সফরে ওকে অভ্যস্ত করা দরকার। সামনে আমাদের অনেকগুলো অ্যাওয়ে সিরিজও আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ আছে সেই হিসেবে ১৮ জন নিয়ে যাচ্ছি।’
আন্তর্জাতিক অঙ্গনে নতুন নন নাসির। তাই দ্রুতই আবার অভ্যস্ত হয়ে যাবেন বলে বিশ্বাস করেন নান্নু, ‘ও অনেকদিন ধরে দলের বাইরে আছে। এখন টিম ম্যানজমেন্টের সঙ্গে কাজ করবে। যেহেতু আমাদের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে ইংল্যান্ডে। তো এখানে ওকে দেখা হবে। আর যেহেতু ওর অভিজ্ঞতা আছে তাই তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।’