g আজান শুনে আগরবাতি জ্বালাই : পূজা ভাট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৬শে আগস্ট, ২০১৭ ইং ১১ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

আজান শুনে আগরবাতি জ্বালাই : পূজা ভাট

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৯, ২০১৭

---

আজানের ধ্বনি নিয়ে বিরক্তি প্রকাশ করা ভারতের সংগীতশিল্পী সনু নিগমকে এক হাত নিয়েছেন দেশটির চলচ্চিত্র অভিনেত্রী, নির্মাতা ও প্রোডাকশন ডিজাইনার পূজা ভাট।

সনু নিগমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় আজান নিয়ে নিজ অনুভূতি ব্যক্ত করেন পূজা।

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইটাবার্তায় সনু নিগম বলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুক। আমি মুসলিম নই এবং আমাকে আজান শুনে সকালে উঠতে হবে। ভারতে চাপিয়ে দেওয়া এই ধার্মিকতা কবে শেষ হবে?’

সনুর টুইটের একদিন পর আরেক টুইটে বলিউডের আলোচিত নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা বলেন, ‘বান্দ্রার সুনসান গলিতে গির্জার ঘণ্টা ও আজান শুনে আমি প্রতি সকালে জেগে উঠি। আমি আগরবাতি জ্বালাই এবং ভারতের চেতনাকে স্যালুট করি।’

এর আগে এক টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’

বলিউডের এই অভিনেত্রী আরো বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের ক্ষণটা আমার কাছে ছিল আজানের সময়, যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দায় বসে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়।’

‘ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’