শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে এগিয়ে রাখলেন দুর্জয়

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৯, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :আগামী ১ জুন ইংল্যান্ডে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০০৬ সালের পর বাংলাদেশ আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে।

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফির অতীত রেকর্ড ভালো করার সর্বোচ্চ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের বিশ্বাস, চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো ফল পাবে বাংলাদেশ। তিনি মাশরাফি বিন মুর্তজার দলকে এগিয়ে রাখছেন সাম্প্রতিক ফর্মের কারণে।

বুধবার মিরপুর শের-ই-বাংলায় দুর্জয় বলেন, ‘আমাদের মূল খেলোয়াড়রা ফর্মে আছে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করছে। আমরা এদিক থেকে এগিয়ে আছি। আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছে। স্পিনাররা উইকেট পাচ্ছে। পেসাররা ব্যাটসম্যানকে কনটেইন করতে পারছে। দলের বেশিরভাগ খেলোয়াড় ফর্মে থাকলে অনেক ভালো ফল পাওয়া যায়। আমাদের বিশ্বাস আছে আমরা ভালো করতে পারব।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে দুর্জয়ের ব্যাখ্যা, ‘আমাদের বেশ কিছু স্ট্রোক প্লেয়ার আছে, যারা ভালো স্ট্রোক খেলে। ইংল্যান্ডের উইকেটে সেট হলে ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার যথেষ্ট সুযোগ থাকে। একই সাথে স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। পাশাপাশি আমাদের পেসাররা যখন ভালো খেলে তখন কাজগুলো আরো সহজ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আমাদের বেশিরভাগ রেজাল্ট ভালো হয়েছে পেসাররা ভালো বোলিং করার পর। জিততে হলে তিন বিভাগকেই ভালো করতে হবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে। স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পারফরম্যান্সের কথা বিবেচনায় আনলে বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের থেকে এখনো অনেকটা পিছিয়ে বাংলাদেশ! দুর্জয় মনে করেন, ক্রিকেটের এ তিন জায়ান্টকে নির্দিষ্ট দিনে হারাতে সক্ষম বাংলাদেশ, ‘আমরা ওদের সবাইকে হারিয়েছি। আমরা যে জিততে পারি সেই বিশ্বাসও আছে। কে বড় দল কে ছোট দল, এ হিসাব এখন পুরোনো। মাঠে যে নির্দিষ্ট দিন ভালো করবে তারাই জিতবে। মাঠে পারফর্ম করলেই আমরা জিততে পারব।’

চ্যাম্পিয়নস ট্রফির দল আগামী সপ্তাহে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই কে কে থাকবেন, তা বলে দেওয়া যায়। সিনিয়র ক্রিকেটাররাও নিশ্চিত দলে থাকবেন। অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ফল পেতে সহজ হবে বলে মনে করেন দুর্জয়, ‘অভিজজ্ঞতার দিক থেকে এ দলটি সেরা। সবারই প্রায় দেড়শ ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এর বেশি ম্যাচ খেলা খেলোয়াড়রাও আছে। এদের অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। তখন জয়ের পথটাও সুগম হবে।’