শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আগস্ট-সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়া সিরিজ!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৯, ২০১৭

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা-সংক্রান্ত অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। স্থগিত হওয়া সেই টেস্ট সিরিজটি অবশ্য আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরেই দুই ম্যাচের সেই টেস্ট সিরিজটি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী।

অস্ট্রেলিয়া শেষবারের মতো বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেছিল ২০০৬ সালে। তারপর দীর্ঘ নয় বছর পর ২০১৫ সালে আবার টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতা দেখিয়ে সিরিজটি স্থগিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। গত বছর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের পর অবশ্য বাংলাদেশে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে অস্ট্রেলিয়া। এখন দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটির দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছি সিরিজের সময়সূচি ও অন্যান্য খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করার ব্যাপারে।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে মাত্র চারটি টেস্ট—দুটি অস্ট্রেলিয়ায় ও দুটি বাংলাদেশে। ২০০৬ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট খেলার সুযোগ জোটেনি বাংলাদেশের।