মঙ্গলবার, ১৮ই এপ্রিল, ২০১৭ ইং ৫ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

২৫ এপ্রিল ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে উত্তর কোরিয়া !

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৭, ২০১৭

দিন দশেকের মধ্যেই আরেকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পূর্বমুহুর্তে ভূমিতেই বিস্ফোরিত হবার পর উত্তর কোরিয়া আগামী সপ্তাহে আরেকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যর্থ হওয়ার বিষয়টি বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার জন্যে অপমানজনক হিসেবে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন। এমন দাবি করেছে ব্রিটিশ মিডিয়া ডেইলি স্টার ডট ইউকে।
এর আগেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যর্থ হওয়ার পর অল্প সময়ের মধ্যে দেশটি তা ফের নিক্ষেপে সফলতা দেখিয়েছে। তাই আগামী ২৫ এপ্রিল ফের নতুন করে দূর পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। আর ওইদিন হচ্ছে উত্তর কোরিয়ার ‘মিলিটারি ফাউন্ডেশন ডে’। দিবসটি উদযাপনে নতুন করে পারমাণবিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের মধ্যে দিয়ে হার না মানা প্রতিজ্ঞা অক্ষুণœ রাখতে চাচ্ছেন। যদিও তার এধরনের অনমনীয় মনোভাব তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন, প্রেসিডেন্ট কিম জং-উন দেশটির জাতীয় দিবসগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকেন। সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্যে তিনি বেছে নিয়েছিলেন ‘ডে অব দিন সান’ বা সূর্যদিবসের মত উৎসবের দিনকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সবধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলছে। সিএনএন’এর সাংবাদিক উইল রিপ্লে বলেছেন আমরা জানি উত্তর কোরিয়া সফল না হওয়া পর্যন্ত বার বার ব্যর্থ হওয়া সত্ত্বেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যায় ও যাবে। প্রেসিডেন্ট কিম পরিস্কার জানিয়ে দিয়েছেন এ ধরনের ব্যর্থ তাকে পিছু হটাতে পারবে না। তাই পরবর্তী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তার জন্যে সময়ের বিষয় মাত্র।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন। এ অঞ্চলেই তিনি থাকবেন এপ্রিলের শেষ ভাগ পর্যন্ত। তাই ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দিনক্ষণ হিসেবে সামরিক দিবসকেই বেছে নিচ্ছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী একই অভিব্যক্তি প্রকাশ করে বলেছেন, কোনো কিছুই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে আমাদের দমাতে পারবে ন্,াএবং যখন উপযুক্ত সময় হবে তখনি সে পরীক্ষা আমরা করব।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ম্যাকমাস্টার তার দেশ চীনের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং উত্তর কোরিয়ার এধরনর কর্মসূচি অব্যাহত থাকতে পারে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্কার করে বলেছেন, তার দেশ ও মিত্রদেশগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে হুমকির মুখে পড়েছে এবং তা অব্যাহত রাখা যায় না।