বুধবার, ১৯শে এপ্রিল, ২০১৭ ইং ৬ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

একসঙ্গে ৬৬২ জন চার্লি!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৭, ২০১৭

বিনোদন ডেস্ক : মজার মুখাভিনয় দিয়ে জনপ্রিয় ছিলেন চার্লি চ্যাপলিন। মানুষকে হাসাতে এক কথায় তার জুড়ি মেলা ভার।

সেই মজার অভিনেতার জন্মদিন ছিল রোববার (১৬ এপ্রিল)। প্রিয় অভিনেতাকে জন্মদিনে ভিন্নভাবে স্মরণ করেছেন চার্লি চ্যাপলিন ভক্তরা।

একসঙ্গে ৬৬২ জন ভক্ত সমবেত হয়ে চ্যাপলিনকে স্মরণ করেন, যা বিশ্বরেকর্ড।

ভক্তদের পরনে ছিল কালো জ্যাকেট, জুতা, মাথায় ছিল হ্যাট, চাপলিনের গোঁফও লাগানো ছিল আর সবার হাতে ছিল চ্যাপলিনের ঐতিহাসিক লাঠি।

চ্যাপলিনের জন্মদিনে যেন সবাই চার্লি চ্যাপলিন হয়ে গিয়েছিলেন।

ইউরোপের সব দেশ থেকে সব বয়সীরা দক্ষিণ সুইজারল্যান্ডে করসিয়ের-সার-ভেভেতে চার্লি চ্যাপলিন স্মরণে নির্মাণ করা মিউজিয়ামের সামনে জড়ো হন।

ওই মিউজিয়ামের মুখপাত্র এনিক বারবাজেট পেরিন এএফপিকে জানান, অতীতেও চার্লি চ্যাপলিনকে স্মরণে অনেক বড় জমায়েত হয়েছে। তবে এবারেরটা একজন আইন কর্মকর্তার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।

১৬ এপ্রিল ১৮৮৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন চ্যাপলিন। ২৫ ডিসেম্বর ১৯৭৭ সালে ৮৮ বছর বয়সে মারা যান এ কৌতুক অভিনেতা। চার্লি চ্যাপলিন তার শেষ দশ বছর সুইজারল্যান্ডে কাটান।

গত বছরের ১৬ এপ্রিল চ্যাপলিন মিউজিয়াম চালু হয়। চালু হওয়ার এক বছরে ৩ লাখ দর্শনার্থী এই মিউজিয়াম দেখতে এসেছেন।