উ. কোরিয়ার সঙ্গে কৌশলগত ধৈর্যের দিন শেষ
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত ধৈর্যের দিন শেষ।
বিবিসির খবরে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বেসামরিক এলাকা পানমুনজং গ্রাম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ওদিকে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রবিবার ব্যর্থ হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি বলেন, তবে প্রয়োজনে সব পদক্ষেপই যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। পেন্স আরো বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থন রয়েছে।