বাঞ্ছারামপুর ইউপি নির্বাচন সর্ব্বোচ্চ সর্তক অবস্হানে নির্বাচন কমিশন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ও আইয়ূবপুরসহ ৪ ইউনিয়নে আগামী ১৬ এপ্রিল ইউনিয়ন পরিষদে নির্বাচন। প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচারনা চালাতে বেশ ঝোপ-ঝাপ দিয়ে ভোটার দের বাড়ি বাড়িতে যাচ্ছেন।ছলিমাবাদ ও সদর উত্তরে কেবল সদস্য পদে নির্বাচন হওয়ায় সেখানে নির্বাচনী উত্তাপ না ছড়ালেও ইউপি নির্বাচনীর ব্যাপক জমজমাট আয়োজনে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়নে।সেখানে বিএনপির পাশাপাশি রয়েছে আওয়ামীলীগের সরকারদলীয় বিদ্রোহী নিজ ঘরে একাধিক প্রার্থী। ফলে জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশনার সৌমেন চন্দ্র ছন্দ জানান, ১৬ এপ্রিল নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবে ৬ জন,জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ জন করে,বিজিবি ২ প্লাটুন,র্যাব ২ টীম ও এপিএন ২ প্লাটুন কেন্দ্র টহল ও অবস্হান নিবেন। আর প্রতি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য উপস্থিত থেকে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহণে পুরোপুরি সহায়তা দেবেন।
উল্লেখ, ৪ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হতে ২ আ.লীগ প্রাথী,বিদ্রোহী ২,বিএনপির ২ চেয়ারম্যান প্রার্থীও ১১৩ সদস্য পদে মোট ৬৮জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া,১৬ এপ্রিলের একই তারিখে ছলিমাবাদ ও সদর উত্তরে ১টি করে মোট ২টি সদস্য পদে নির্বাচন হবে। আইয়ূবপুর ইউপি থেকে নৌকা প্রতীকে লড়াই করছেন পেয়েছেন মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম ও ধানের শীষে লড়াই করছেন মো.মনির হোসেন। দরিয়াদৌলত থেকে নৌকা পেলেন আশরাফুল ইসলাম রিপন,ধানের শীষ নিয়ে প্রচারনা করছেন মো.হানিফ মিয়া। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, লড়াই হবে ত্রিমুখী।