জনস্বার্থেই শোভাযাত্রা বাতিল : কাদের
নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে পয়লা বৈশাখ উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা কিংবা পয়লা বৈশাখের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি।’
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে। তাদের মদদেই এ শক্তিগুলো বৈশাখী উৎসব পালনে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। এ দিনে বৈশাখী চেতনায় দল-মত নির্বিশেষে অপশক্তিকে পরাজিত করার আহ্বানও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষাব্যবস্থাকে মূল কাঠামোর মধ্যে আনার জন্যই কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে জোট হয়েছে বলে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।