ভারত-বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট সিরিজ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিং
---
নিজস্ব প্রতিবেদক : আগামী ১০-১৫ এপ্রিল ভারত বনাম বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। দিল্লীতে ৩ ম্যাচের এই সিরিজ ড্রীম ফর ডিজ-এ্যাবিলিট ফাউন্ডেশন হুইল চেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের ১৫ জন সদস্য অংশ গ্রহন করবে। এতে অধিনায়কত্ব করবেন হাবিব মোল্লা এবং সহ-অধিনায়কত্ব করবেন আরিফুল ইসলাম। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না তার লিখিত বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে খেলাধূলার আয়োজন করার জন্য সরকার সহ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন । এ সময় তিনি তার বক্তব্যে বলেন অবহেলিত এবং সকল প্রকার খোধূলা হতে বঞ্চিত এসব প্রতিবন্ধীরাও মানুষ। তারাও স্বপ্ন দেখে দেশে-বিদেশে খোলাধূলায় অংশগ্রহনের পাশাপশি সমাজে তাদের প্রতিভা বিকাশ ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য হুইল চেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের ১৫ জন সদস্যের মধ্যে ৬ জন ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশগ্রহন করছেন।