পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়তে আলোচনা
নিজস্ব প্রতিবেদক : পারমানবিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়তে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬ তম সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আমরা চাই পৃথিবীটা পারমানবিক অস্ত্র মুক্ত হোক। বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা নিউক্লিয়ার নিয়ে আজকের (সোমবার) রাউন্ড টেবিল ডায়ালগে এসব বিষয়ে আলাপ-আলোচনা করেছেন। আমি বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখেছি।
৩ এপ্রিল সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী আইপিইউ সম্মেলনের তৃতীয় দিন সোমবার দুপুরে ‘পার্লামেন্টারি এ্যাকশন প্ল্যান অরনিউক্লিয়ার-রিস্ক রিডাকশন এন্ড এ্যাসিভিং এ নিউক্লিয়ার উইপন ফ্রি ওয়ার্ল্ড’শীর্ষক রাউন্ডটেবিল ডায়লগ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদ দলীয় (একাংশ) সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল।
ডা. দীপু মনি বলেন, জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কখনো আমরা পারমানবিক অস্ত্রে যাব না। বিজ্ঞানের এই যুগে পারমানবিক শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করব। অর্থাৎ আমরা পারমানবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহার করবো। তা সত্ত্বেও আমরা দেখছি, আমাদের প্রতিবেশিরা পারমানবিক অস্ত্র নিয়ে আছে।
সারাবিশ্বে এখন যে পারমানবিক অস্ত্র আছে তা দিয়ে পুরো বিশ্বকেই ধ্বংস করে দেওয়া যায়। একদিকে পারমানবিক অস্ত্রের ব্যবহারে প্রচুর মানুষ হতাহত হচ্ছে অন্যদিকে প্রচুর পরিমাণ অর্থও- এর পেছনে ব্যয় হচ্ছে।
তিনি বলেন, পারমানবিক অস্ত্রগুলো যে শুধু এখন যেসব দেশে আছে তাদেরই থাকবে কিংবা এসব দেশে যে শুধু দায়িত্বশীল সরকারই সব সময় ক্ষমতায় থাকবে তা কিন্তু নয়। পারমানবিক অস্ত্র যে কখনো উন্মাদের হাতে পড়বে না কিংবা কোনো সন্ত্রাসী বা জঙ্গির হাতে যাবে না এর নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না।
কাজেই আমরা চাই পৃথিবীটা পারমানবিক অস্ত্র মুক্ত হোক। বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ান আজকের বৈঠকে এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা করেছেন। আমি বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখেছি-যোগ করেন দীপু মনি।