নাসিরনগরে বজ্রপাতে নারীসহ কৃষকের মৃত্যু
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৩, ২০১৭
            
          আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরের হরিপুর ইউনিয়নে গৃহবধূ দীপ্তি রানী দাস(২২) ও আবদুল আজিজ (৬০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার হরিপুরের তিতাস নদীর পাড়ে এঘটনা ঘটে।
            হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দ্বীন ইসলাম জানান,দুপুরে হরিনবেড় গ্রামের ভুলন দাসের মেয়ে দীপ্তি রানী দাস বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে একই ইউনিয়নের নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে আবদুল আজিজ তিতাস নদীর পাড়ে আংরাইল বিল মাঠে ধানের জমি দেখতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




