বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০১৭ ইং ৯ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

১ কোটি টাকা পাচ্ছে টাইগাররা

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমনটি জানায় বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল।

অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশে নাম লিখিয়েছে বাংলাদেশ। চতুর্থ টিম হিসেবে শততম টেস্ট জিতে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সাদা পোশাকে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করেছে মুশফিকুর রহিমের দল।

যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে কলম্বো টেস্ট। টাইগারদের এমন দুর্দান্ত পারফর্মে বোর্ড তাদের পুরস্কৃত করার ঘোষণা দেয়।

কলম্বোয় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ৩১৯ রানে অলআউট করে দেয় মুশফিকের দল। প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ৩৩৮ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা তুলেছিল ৪৬৭ রান। জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১। ৬ উইকেট হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে, দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা রেখে শেষ করে টাইগাররা।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ১৭ বছর পর এটি লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্ট জয়। আর বাংলাদেশের নবম টেস্ট জয়।

এ জাতীয় আরও খবর