বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০১৭ ইং ৯ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিতাস নদীর পূন: খননের উদ্বোধন

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িযার সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিতাস নদীর পূনঃ খননের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাচঁটার দিকে প্রধান অতিথি হিসাবে উপজেলার পাকশিমূলে খনন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। পাকশিমূল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিউলী আজাদ, এডভোকেট আব্দুর রাশেদ প্রমূখ। এতে আরো বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নুরুল আমীন। উল্লেখ্য যে, ১১৯ কোটি টাকা ব্যায়ে আজবপুর থেকে গোকর্ণঘাট পর্যন্ত ৯০ কিলোমিটার, নবীনগর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৯ কিলোমিটার, এন্ডারসন খালের শিমরাইলকান্দি থেকে গোকর্ণঘাট ৩.৬ কিলোমিটার সর্বমোট ১০৩ কিলোমিটার নদীপথের খনন কাজ করা হবে। কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌ-বাহিনী। ২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ হবে।তিতাস নদীটি পূন:খনন করা শেষ হলে তিতাস নদী তার আগের ঐতিহ্য ফিরে পাবে। এতে করে এ জেলার নদী নির্ভর মানুষের ব্যবসা -ব্যাণিজ্য থেকে শুরু করে নদী প্রবহমান স্রোত বৃদ্ধি পেলে কৃষি জমিতে সেচেঁর মাধ্যমে জমিতে পানির সংকট দূর হবে। নদীটিও  ফিরে পাবে তার আসল রুপ যা এলাকার মানুষের আশার আলো মুখ দেখবে মনে করছেন সংশ্লিষ্টরা ।