বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০১৭ ইং ৯ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এটি  ড্রেন নয়, যেন মরণ ফাদঁ।

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা থেকে থানা পর্যন্ত রাস্তাটির দুই পাশে যেন ড্রেন নয়, মরণ ফাদঁ। উপজেলা সদরের জনগন যাথায়াতের একমাত্র প্রধান রাস্তা এটি। দীর্ঘদিন জনভোগান্তির পরে রাস্তাটি পাকা করণ করা হয়েছে। পাকা করণের সাথে পানি নিস্কাশনের জন্য রাস্তার দুই পাশে নির্মান করা হয়েছে ড্রেন। ড্রেনের উপরে স্লীপার বা পাঠাতন না থাকায় দুই পাশের ব্যবসায়িরা ময়লা আবর্জনা ফেলার কারণে বন্ধ হয়ে যায় ড্রেনটি।পানি নিস্কাশনের সুবির্ধাতে অনেক সময় সুইপাররা ড্রেইন পরিস্কার করিতে গিয়ে আবর্জনা তুলে স্তুপ দেয় ড্রেনের পারে। সামান্য বৃষ্টি হলেই যে কোন পথচারি পা পিঁছলে পড়ে যেতে পাড়ে ড্রেনে। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দুর্ঘটনা রোধে ড্রেনের উপর স্লীপার বা পাঠাতন বসানো আবশ্যক। ড্রেন পরিস্কারের জন্য সুইপারের ব্যবস্থা তাকলেও ময়লা ফেলার নেই কোন ভ্যান /ঠেলা গাড়ীর ব্যবস্থা।দুর্ঘটনা রোধে ও ময়লা পরিস্কারের স্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্যান নতুবা ঠেলা গাড়ীর ব্যবস্থা করতে দাবি এলাকাবাসী।