ঝুঁকিপূর্ণ ১০৯টি ভবন দ্রুত অপসারণের নির্দেশ
AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি কর্পোরেশন এলাকার চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রবিবার রাজধানীর ধলপুরে ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনের জায়গায় ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ করা হবে। স্থান পরিদর্শন শেষে তিনি এই নিবাস নির্মাণে বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবন উদ্বোধন করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, সরকারি ও বেসরকারি ঝুঁকিপূর্ণ ১০৯টি ভবন দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ ইতোমধ্যে দেয়া হয়েছে।