বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০১৭ ইং ৯ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

আম্পায়ারিং নিয়ে আইসিসির দুয়ারে বিসিবি

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :কলম্বো টেস্টের দুই আম্পায়ার আলিম দার ও এস রবির আম্পায়ারিং নিয়ে অনেক কথা হচ্ছে। চার দিনে ১৮ বার আম্পায়ারের সিদ্ধান্তকে রিভিউ করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

চড়া মূল্য দিতে হয়ে দুই দলকেই। বিশেষ করে চতুর্থ দিনে সাকিব আল হাসানের বলে নিশ্চিত আউট দেয় নি আলিম দার। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেনি বাংলাদেশ।

আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাবে বিসিবি, এমনটাই জানালেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমরা সামগ্রিক খেলা পরিচালনার মান নিয়ে খুশি নই। খেলার ফল যাই হোক, কলম্বো টেস্ট শেষে আমরা আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানাবো। আম্পায়ার ও রিভিউ সিস্টেম নিয়ে আমাদের চিন্তা ও উপলব্দির কথা জানাবো। যেখানে এই ম্যাচে আমাদের অসন্তোষ ও প্রতিবাদের কথা উল্লেখ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রিভিউ অবেদন করার সুযোগ শেষ হবার পর দিলরুয়ান পেরেরার নিশ্চিত এলবির আবেদন এড়িয়ে গেছেন আম্পায়ার। আমরা রিভিউ করতেই পারিনি। তার আগেই রিভিউয়ের কোটা ফুরিয়ে গিয়েছিল।’

এ জাতীয় আরও খবর