বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০১৭ ইং ৯ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

আজ সেঞ্চুরি করবেন নেইমার?

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :বার্সেলোনার হয়ে গোলের সেঞ্চুরির হাতছানি নেইমারের সামনে। কাতালন ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯৯টি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকাটি। আর একবার বিপক্ষের জালে বল জড়াতে পারলেই গোলের সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি। হয়তো রোববারই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা-লিগার ম্যাচে বার্সার হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন নেইমার। বার্সেলোনায় যোগ দেয়ার পর ১৭৫টি ম্যাচে তিনি ৯৯টি গোল পেয়েছেন। এরমধ্যে ডান পায়ে ৭০টি গোল রয়েছে তার। আর বাঁ-পায়ে লক্ষ্যভেদ করেছেন ২৩ বার। বাকি ছ’টি গোল হেডে।
প্যারি সাঁ জাঁ’র বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর প্রশংসার সপ্তম স্বর্গে ভাসছেন নেইমার। অনেকেই তাকে এই মুহূর্তে বার্সেলোনার সেরা অস্ত্র বলে অভিহিত করছেন। দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তোলার পর অবশ্য নেইমার সবিনয়ে জানিয়েছিলেন, তিনি এখনো মেসির ছায়ায় থাকতে চান। আর্জেন্তাইন তারকাটির থেকে তার অনেক কিছু শেখা বাকি রয়েছে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে ব্রাজিলের খ্যাতনামা প্রাক্তনী রোনাল্ডিনহো বলেন, ‘এই মুহূর্তে মেসি ও রোনাল্ডোর পর্যায়েই রয়েছে নেইমার। অদূর ভবিষ্যতেই ও ব্যালন ডি’ওর পাবে। এখন পর্যন্ত বিশ্বের সেরা ফুটবলারের সম্মান ও পায়নি। কিন্তু তা সত্ত্বেও ওকে মেসি এবং রোনাল্ডোর পাশেই রাখছি, পিছনে নয়।’
নেইমারের মতো রোনাল্ডিনহোও বার্সেলোনার জার্সিতে ঝলমল করেছেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এরকম তুলনা আমার পছন্দ নয়। আমাদের সময় দলে একাধিক গ্রেট প্লেয়ার ছিল। ট্রফিও পেয়েছি প্রচুর। এই দলটিতেও সেরা ফুটবলারের অভাব নেই। আমাদের মতো মেসি-নেইমাররাও ট্রফির পর ট্রফি জিতে সমর্থকদের গর্বিত করেছে। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক অতীতে বার্সেলোনার মতো আকর্ষণীয় ফুটবল বিশ্বের কোনো দল খেলতে পারেনি।’