অভিষেকেই ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ
---
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুক, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ভারতের জয়ন্ত যাদব, ইংল্যান্ডের হাসিব হামিদ, নিউজিল্যান্ডের জিৎ রাভাল, ভারতের করুন নায়ার, অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব ও ইংল্যান্ডের কিয়াটন জেনিংসকে।
গেল বছর বাংলাদেশের তরুণ তুর্কি মিরাজ ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে রেকর্ড ১৯ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দেন। তার বোলিং ভেল্কিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় করে বাংলাদেশ।
টেস্টে তার অভিষেকের সময় ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল বেন ডাকেটের। কিন্তু মিরাজের অসাধারণ নৈপুণ্যের কাছে ম্লান হয়ে যায় বেন ডাকেটের অভিষেক।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তার অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো বাংলাদেশ যুব দল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনালে যাওয়া হয়নি জুনিয়র টাইগারদের। কিন্তু টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর।