g চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৫ই নভেম্বর, ২০১৭ ইং ২১শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
মার্চ ২১, ২০১৭

---

ইমার্জিং টিম এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই কক্সবাজারে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আগামী দিনের তারকা খুঁজে বের করার জন্য মূলত এ টুর্নামেন্ট। শুরু হবে আগামী ২৭ মার্চ। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে করছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মত শক্তিশালী দলগুলো। তবে প্রতিপক্ষ নিয়ে ভীত নয় বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বাংলাদেশ খেলবে বলে জানান দলের কোচ মিজানুর রহমান বাবুল।

মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাবুল বলেন, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এমন দল নিয়ে শিরোপা আশা করাই যায়। সে লক্ষ্যেই আমরা খেলব। তাছাড়া নিজেদের চেনা কন্ডিশন ও চেনা মাঠ। এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।’

সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দু‘দিন আগেই শ্রীলঙ্কার মাঠে তাদের টেস্টে হারিয়েছে টাইগাররা। তাই জাতীয় দলের সাফল্য তরুণদের উৎসাহ দেবে বলে মনে করেন বাবুল, ‘আমাদের জাতীয় দল এখন খুবই ভালো খেলছে। তাদের সাফল্য সবার ভেতরে একটা উৎসাহ কাজ করছে।’

তবে এখনও দলকে গুছিয়ে নিতে পারেননি বাংলাদেশ কোচ। কক্সবাজারে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে ক্রিকেটাররা। এরপরই নিজেদের গুছিয়ে নেবেন বলে জানান বাবুল, ‘ফতুল্লায় আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলেছি সেখানে পুরো দলটা ছিলো না। এখন কক্সবাজারে যে দুটো ম্যাচ খেলবো সেখানে পুরো দল খেলবে। ওখানে খেলোয়াড়দের মাঝে বোঝাপড়া হয়ে যাবে। পরপর দুটি প্রস্তুতি ম্যাচ খুবই সহায়তা করবে।’

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, হংকং ও নেপাল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের ম্যাচগুলো। আর গ্রুপ ‘এ’তে খেলবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের ম্যাচগুলো।

এ জাতীয় আরও খবর