রিমান্ড শেষে কারাগারে মীরুর ভাই ও গাড়িচালক
---
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও গাড়িচালক শাহীন আলমের ৫ দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিবুল হক এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ৫ দিনের রিমান্ড শেষে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।


রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হল শেখ মুজিবুর রহমান
রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

কাইয়ুমের পেটানোতে সাগরের মৃত্যু: আক্কাসের স্বীকারোক্তি
শেরপুরে পুলিশি পাহারায় সেই যুবকের সৎকার সম্পন্ন
হোমনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে হালিম লিয়াকত স্মৃতি পরিষদের সনদ ও পুরষ্কার বিতরণ
পাল্লা দিতে গিয়ে বাস খাদে, নিহত ৭
৪৭ পয়েন্টে বৃদ্ধি নদ-নদীর পানি

আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান