বুধবার, ২২শে ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১০ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

দেশের পথে প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৯, ২০১৭

নিউজ ডেস্ক : মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী মিউনিখ থেকে যাত্রা করে আবুধাবিতে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। সেখান থেকে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানি যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিরাপত্তা সম্মেলনের একাধিক অধিবেশনে যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী। যোগ দেন ইউরোপপ্রবাসীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও।