নিস্ক্রিয়তার অভিযোগে সুজনের ব্রাহ্মণবাড়িয়া কমিটি বিলুপ্ত
আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : সুজন (সুশাসনের জন্যে নাগরিক) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ১২ ই ফেব্রুয়ারী সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড: বদিউল আলম মজুমদার একপত্রে কমিটি বিলুপ্ত করার কথা জানান। ওই পত্রে বলা হয়-সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি দীর্ঘদিন থেকে নিস্ক্রিয়। কমিটির মেয়াদ উত্তীর্ন হলেও,এমনকি জেলা কমিটির সভাপতি একবছরের অধিক সময় পূর্বে মৃত্যুবরন করলেও অদ্যাবদি কমিটিটি পুনর্গঠন করা হয়নি। নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর জগন্যতম হামলা ও নির্যাতনের ঘটনা ঘটলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে দিয়ে কোনো কর্মসূচী আয়োজন করা যায়নি। এছাড়া বারবার তাগাদা দেয়া সত্বেও সংগঠনের ষষ্ঠ জাতীয় সম্মেলন এবং কুমিল্লায় আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অংশগ্রহন করেননি। অর্থাৎ অনেকবার যোগাযোগ করা সত্বেও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই কমিটির স্থাবিরতা দূর করা যায়নি। সেকারনে সুজনের নিস্ক্রিয় কমিটি সমূহকে সক্রিয়করন,অন্যথায় বিলুপ্ত করনের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে সুজন-ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বিলুপ্ত করা হলো। উল্লেখ্য সুজন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ছিলেন প্রফেসর মোখলেছুর রহমান খান ও সাধারন সম্পাদক এ কে এম শিবলী।