g কাবিল প্রদর্শনে পাকিস্তানের ছাড়পত্র | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কাবিল প্রদর্শনে পাকিস্তানের ছাড়পত্র

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৭

---

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউড ছবি কাবিল প্রদর্শনে পাকিস্তান ছাড়পত্র দিয়েছে। এখন থেকে পাকিস্তানে প্রদর্শিত হবে ‘কাবিল’। সেদেশে কাবিল প্রদর্শনের জন্য এনওসি জারি করেছে পাক সরকার। স্বাভাবিকভাবেই লাহোর, পেশোয়ার, করাচি, ইসলামাবাদ সহ পুরো পাকিস্তান মুখিয়ে রয়েছে হৃত্বিক রোশন ও ইয়ামি গৌতমকে স্ক্রিনে দেখার জন্য।

ভারত-পাকিস্তান উষ্ণ সম্পর্কের কারণে গত চার মাস ধরে কোন বলিউডি ছবি পাকিস্তানে প্রদর্শিত হয়নি। এই নিষেধাজ্ঞা কাটিয়ে পরিচালক সঞ্জয় গুপ্তার কাবিল পাক মাটিতে ফের বলিউডের দ্বার খুলতে চলল।

গত বছর জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হানার পর থেকেই ইসলামাবাদ-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্ক ঘোলা হয়। পাল্টা অধিকৃত কাশ্মীরের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। যদিও এই কমান্ডো অভিযান স্বীকার করেনি পাকিস্তান। পরিস্থিতি এমই জটিল হয় যে সার্কের মতো আন্তর্জাতিক সম্মেলন বাতিল করা হয়। শিবসেনার প্রবল বিরোধিতায় মুম্বাইতে থাকা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীরা ভারত ছাড়েন। পাল্টা পাকিস্তান সরকার দেশে বলিউডের ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে কাবিল প্রদর্শনের ছাড়পত্র দিয়ে ইসলামাবাদ কূটনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাক সিনে প্রেমীরা মুখিয়ে রয়েছেন হৃত্বিক-ইয়ামির কাবিল দেখার জন্য। এবার পালা শাহরুখ-মাহিরা খান অভিনীত রইস পাক পর্দায় দেখার। সেই ছবিতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।