সাংবাদিকের ওপর হামলা : ‘এএসআই এরশাদ সম্পৃক্ত’
নিজস্ব প্রতিবেদক : শাহবাগ থানা এলাকায় দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় এএসআই এরশাদ মণ্ডলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।
এ ছাড়া এ ঘটনায় আর কারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার হামলার ঘটনার তদন্ত করতে একটি কমিটিও করেছে পুলিশ।
তদন্ত কমিটির প্রধান ও পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) নাবিদ কামাল শৈবাল বলেন, ‘এএসআই এরশাদের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপরই তাকে রাজারবাগে প্রত্যাহার করে নেওয়া হয়। এখন ভিডিওতে যাদের ছবি এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এক্ষেত্রে তদন্তে কোনো গাফিলতি হবে না।’
শনিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। কোনো ব্যক্তির অপেশাদার ও অসদাচরণের দায় পুলিশ নেবে না। এদের প্রশ্রয় দেওয়া হবে না। এ কারণে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থায় একটি নিরপেক্ষ তদন্তও হচ্ছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতাল চলাকালে এটিএন নিউজের দুই সংবাদকর্মী ক্যামেরাম্যান আব্দুল আলিম ও রিপোর্টার ইশান দিদারকে মারধরের পর শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। রাইজিংবিডি