বিদেশি শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখলে দণ্ড দিবে সৌদি
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৭
অনলাইন ডেস্ক : বিদেশি শ্রমিকদের লিখিত সম্মতি ছাড়া পাসপোর্ট আটকে রাখলে তার নিয়োগদাতাকে জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে বিভিন্ন খাতে প্রায় ১৩ লাখ বাংলাদেশি অভিবাসী কাজ করছেন।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবালখাইল বলেছেন, ২ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি নিয়োগদাতাদের সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে ঠিক না হলে তাদের দ্বিগুণ জরিমানা করা হবে।
এদিকে, জাতীয় অর্থনীতিতে কোনো অবদান রাখছে না উল্লেখ করে প্রবাসীদের রেমিট্যান্সের ওপর ফি আরোপ করতে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি শূরা কাউন্সিল।