অনাথ কুকুরছানাকে পালন করছে বানর!
অনলাইন ডেস্ক : মানব সমাজেই যেখানে মা-বাবাহীন অনাথ শিশুর পাশে দাঁড়ানোর লোকের অভাব, সেখানে সম্পূর্ণ ভিন্ন স্তরের দুই পশু যেভাবে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছে, তা অবাক করেছে সকলকে।
ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে মা বাবা হীন অনাথ কুকুরছানাটি একাই ঘুরছিল রাস্তায়। হঠাৎ তার দিকে নজর পড়ে এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে লাফিয়ে বেড়ানো এক বানরের। এক লাফে নীচে নেমে এসে সে কোলে তুলে নেয় কুকুরছানাটিকে!
এ ঘটনায় প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, সারাক্ষণ কুকুরছানাটিকে কোলে নিয়ে বেড়াচ্ছে ওই বানর। মানুষ এসব দেখে তাজ্জব বনে যাচ্ছেন।
বানরটি অবশ্য মানুষের এত কৌতূহলের কারণ বুঝতে পারছে না। তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে সকলের নজরের আড়ালে যেতে চাইছে সে। কোলে অবশ্য শক্ত করে আঁকড়ে রেখেছে কুকুরছানাকে।