হরিণ হত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি সালমানের
বিনোদন ডেস্ক : ১৯ বছর আগে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ উঠেছিল বলিউডের ‘সুলতান’ খ্যাত সালমান খানের বিরুদ্ধে। শুক্রবার আদালতে দাঁড়িয়ে সালমান দাবি করলেন, ‘আমি নির্দোষ’। তাকে উসকানোর অভিযোগ রয়েছে সাইফ, টাবু, সোনালি বেন্দ্রে এবং নীলমের বিরুদ্ধে। তারাও যোধপুর আদালতে আজ নিজেদের বক্তব্য পেশ করেন।
বক্তব্য রেকর্ডের জন্য ২৫ জানুয়ারি সালমান সহ অভিযুক্তদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে সময় চেয়েছিলেন তারা। সে কারণে ২৭ তারিখ শুনানির দিন ধার্য হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জ গঠন করা হয়েছিল। এবার তাদের বক্তব্য শুনল আদালত।
১৯৯৮ সালের অক্টোবরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে ২টি কৃষ্ণসার শিকার করেছিলেন সালমান। জিপসি গাড়িতে তার সঙ্গে ছিলেন ছবির বাকি চার অভিনেতা। কৃষ্ণসার হরিণ বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে পড়ে। হরিণের ময়নাতদন্তের ২টি পরস্পরবিরোধী রিপোর্ট নিয়ে শুনানির সময় প্রশ্ন তুলেছেন বিচারক। একটিতে বলা হয়েছে, কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ২ হরিণের। অন্যটিতে বলা হয়েছে গুলি লেগেই মারা গেছে তারা।
গত সপ্তাহে রাজস্থান হাইকোর্টে বেআইনি অস্ত্র রাখার মামলায় বেকসুর খালাস পেয়েছেন সালমান। লাইসেন্সের মেয়াদ ফুরনো ওই অস্ত্র দিয়েই সালমান হরিণ মেরেছিলেন বলে অভিযোগ। এর আগে রাজস্থান হাইকোর্টে চিঙ্কারা মারার ২টি মামলায়ও বেকসুর খালাস পেয়েছেন সালমান।