বুধবার, ১৪ই মার্চ, ২০১৮ ইং ৩০শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

১৫ শিশুর প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ শিশু নিহত ও ৪০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়ার। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

মিনি বাসে করে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

হতাহতদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি সরকারি জুনিয়র স্কুলের শিক্ষার্থী।

এ দুর্ঘটনার পর শীতের কারণে জেলা প্রশাসন তিন দিন সব স্কুলে ছুটি ঘোষণা করেছে।

Print Friendly, PDF & Email