৮ই নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৪শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: হাসিনার সঙ্গে শ্রিংলাকে সাক্ষাৎ​ করতে বললেন সুষমা


হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: হাসিনার সঙ্গে শ্রিংলাকে সাক্ষাৎ​ করতে বললেন সুষমা


Amaderbrahmanbaria.com : - ০৬.১১.২০১৬

নিউজ ডেস্ক : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি।

আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় এসব কথা জানিয়েছেন।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয় ৩০ অক্টোবর। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। এরপর পুলিশি নিরাপত্তা জোরদার করা হলেও একই এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।
এরপরই সুষমা স্বরাজ এ উদ্বেগের কথা জানালেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close