২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


সাত পাক সেনা হত্যার দাবি বিএসএফ’র, পাকিস্তানের অস্বীকার


Amaderbrahmanbaria.com : - ২২.১০.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান-ভারত সীমান্তে মর্টার নিক্ষেপ করে সাত পাক সেনাকে হত্যার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএসএফ’র এ দাবি অস্বীকার করেছে পাকিস্তান। শুক্রবার দি ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার কাথুয়া, সাম্বা ও জম্মু প্রদেশের সীমান্তে পাক সেনাদের হত্যা করার দাবি করেছে বিএসএফ।

বিএসএফ’র মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত যে মর্টার শেলের আঘাতে সাত পাক সেনা নিহত ও আরও তিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফ’র মুখপাত্র আরও জানিয়েছেন, ‘এ ঘটনায় গুরনাম সিং নামে আমাদের একজন কনস্টেবলও মারাত্মক আহত হয়েছেন।’

বিশেষদিল্লী বিএসএফ’র মুখপাত্র সুভেনন্দু বর্ধজ জানিয়েছেন, ‘হীরানগর সেক্টরের পাক সেনাদের স্নিপার আক্রমণের জবাবে বিএসএফ বেপরোয়াভাবে মর্টার নেক্ষপ ও গুলিবর্ষণ করে। যার আঘাতে সাত পাক সেনা নিহত হয়।’

অন্যদিকে, সীমান্তে গুলিবর্ষণে কোনও পাক সেনার মৃত্যুর খবর অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির আইএসপিআর দাবি করেছে, আজ সাকারগর সেক্টরে বিনা উস্কানীতে ভারত গুলি বর্ষণ করেছে এবং পাকিস্তান এটার সমুচিত জবাব দিয়েছে।’

পাকিস্তানের আইএসপিআর’র মহাপরিচালক জেনারেল অসিম বাজওয়া বলেন, ‘ভারতের পক্ষ থেকে পাক সেনা হত্যার যে দাবি করা হচ্ছে তা একেবারেই মিথ্যা।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close