২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী নওয়াজের গদির নিচে সেনাবাহিনীর টাইমবোমা


যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি : হিলারি ক্লিনটন


Amaderbrahmanbaria.com : - ২২.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিনটন। নির্বাচনে জয়ী না হলে ফলাফল মেনে নেওয়া নিয়ে ট্রাম্পের কিছুটা রহস্য রেখে দেওয়ার প্রেক্ষাপটে হিলারি এই ধরনের মন্তব্য করেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ওহাইওর ক্লিভল্যান্ডে এক সমাবেশে হিলারি বলেন, আমরা নেতৃত্ব ও একনায়কত্বের পার্থক্য বুঝি। আর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আমাদের আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত করার বিষয়গুলোর মধ্যে একটি।

তিনি আরো বলেন, নির্বাচনের ফল ট্রাম্প মেনে নেবেন কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।

গত বুধবার লাসভেগাসে অনুষ্ঠিত নির্বাচনের তৃতীয় ও শেষ বিতর্কে নির্বাচনের ফল মেনে নেওয়া নিয়ে কিছুটা রহস্য রেখে দেন ট্রাম্প। নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে তিনি ফলাফল মেনে নেবেন কি না অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close