২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী বেয়ারস্টোর পর স্টোকসসেরও বিদায়,২২৮/৮ (সরাসরি দেখুন)


বিশ্বরেকর্ড গড়ল চট্টগ্রাম টেস্ট!


Amaderbrahmanbaria.com : - ২২.১০.২০১৬

স্পোর্টস ডেস্ক : নানা কারনে এবার আলোচনায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ওয়ানডে সিরিজের পর এখন এই দুই দলের মধ্যে চলছে টেস্ট ম্যাচ। ইংল্যান্ড-বাংলাদেশের মধ্যকার চলমান প্রথম টেস্ট ম্যাচটি একটি অনন্য বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। তবে এই রেকর্ড কোন ব্যাট-বল দ্বারা হয়নি। বাংলাদেশ-ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটি রেকর্ড গড়েছে রিভিউ নেওয়ার ক্ষেত্রে। এক ইনিংসে সর্বোচ্চ ১০ বার রিভিউ নিয়ে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম-অ্যালিস্টার কুকের দল।  এই ঘটনা ঘটেছে টেস্টের ইংল্যান্ডের প্রথম ইনিংসে।

বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন মঈন আলী সবমিলিয়ে পাঁচবার বেঁচে গেছেন। আর এই রিভিউয়ের কারণেই মঈন আলী পাঁচবার প্রাণ ফিরে পান। প্রথম দিনে নেওয়া সাতটি রিভিউয়ের পাঁচটিই ছিল মঈনের। দ্বিতীয় দিন শুক্রবার সকালে আরো তিনটি রিভিউ নেওয়া হয়। তবে দূর্ভাগ্য বলতে হবে বাংলাদেশেরেই। কেননা মোট দশটি রিভিউয়ের মাত্র দুটি বাংলাদেশের পক্ষে গেছে।

আজ ম্যাচের তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ১৬টি রিভিউ নেওয়া হয়েছে। যা ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ডের মর্জাদা পেয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close