২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


আ.লীগের সম্মেলন, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ


Amaderbrahmanbaria.com : - ২২.১০.২০১৬

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার। সকাল ১০টায় দুই দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দেশি-বিদেশি অতিথিরা ওই সম্মেলনে উপস্থিত হওয়ার কথা আছে। তাই সম্মেলন সফল করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


সম্মেলন চলাকালে মাঠে ১০ হাজার পুলিশ সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। এছাড়া সম্মেলনস্থলসহ এর আশপাশের এলাকায় সিসিটিভির আওতায় আনা হয়েছে। এমনকি নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি’র মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, সম্মেলনকে সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন। গত বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এর পরপরই র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উদ্যানের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

সর্বশেষ গতকাল বিকালে সম্মেলনস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান গণমাধ্যমের কাছে তুলে ধরেন এবং আইজিপি সমাবেশস্থল ও মঞ্চ ঘুরে দেখেন। এসময় পুলিশের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

আইজিপি জানান, রাজধানীতে প্রত্যেকটি প্রবেশ পথে তল্লাশি ব্যবস্থা থাকবে। সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেয়া হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মাঠে উপস্থিত থাকবেন।

তিনি জানান, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। সম্মেলন উপলক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শুধুমাত্র ভিআইপি চলাচলের সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাকি সময় যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। উদ্যানের ভেতরে দলীয় কোন্দলের মতো কোনো ঘটনা ঘটলে আওয়ামী লীগের নিজস্ব ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগ একটি দায়িত্বশীল ও প্রাচীন রাজনৈতিক দল। আমরা আশা করছি এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

এদিকে, পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা সম্মেলনে নিরাপত্তা কাজে যোগদান করবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, সম্মেলনে প্রচুর লোকের সমাগম হবে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে । সেলক্ষ্যে উদ্যানের প্রতিটি গেটে র‌্যাব টহল দেবে। এছাড়াও সম্মেলন শুরুর আগে ডগ স্কোয়াড দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সুইপিং করানো হবে ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close