২৬শে অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ১১ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের


বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের


Amaderbrahmanbaria.com : - ২১.১০.২০১৬

 

স্পোর্টস ডেস্ক :অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়েছে সফরকারী ইংল্যান্ড। মিরাজ আগের দিনের পাঁচ উইকেটের সাথে দ্বিতীয় দিনে নেন একটি উইকেট।বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে মিরপুরে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৯৫ রানে।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম বলেই ইংলিশ শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৯৩তম ওভারে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওকস (৩৬)। অবশ্য খানিক বাদেই তাইজুলের বলে সাব্বির রহমানের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন রশিদ (২৬)।
এরপর স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে তিনশ’ রানের আগেই ইংল্যান্ডকে গুটিয়ে দেন মিরাজ। সেই সঙ্গে অভিষেক ইনিংসেই ৬ উইকেট নেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার।

এর আগে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে ইংল্যান্ড। প্রথম দিনে অধিনায়ক কুক ৪, বেন ডাকেট ১৪, জো রুট ৪০, ব্যালেনস ১, বেন স্টোকস ১৮ ও মইন আলী ৬৮ ও বেয়ারস্টো ৫২ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় দিনে ওকস ৩৬, আদিল ২৬ ও স্টুয়ার্ট ব্রড ১২ রান করে আউট হন। এদিন তিনটি উইকেটের মধ্যে দুটিই নেন তাইজুল বাকি একটি নেন মিরাজ।

বল হাতে বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ নেন ৬ উইকেট। এছাড়া সাকিব ও তাইজুল ২টি করে উইকেট নেন।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। সীমিত পরিসরে পরীক্ষিত পারফর্মার সাব্বির রহমানের সঙ্গে অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার কামরুল ইসলাম রাব্বীর।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে ওয়ানডে সিরিজে দ্যুতি ছড়ানো ওপেনার বেন ডাকেটের। ১১ বছর পর দলে ফিরেছেন স্পিনার গ্যারেথ ব্যাটি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড।

উল্লেখ্য, ১৫ মাস পর টেস্ট খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন টাইগাররা।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close