স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিসিবি একাদশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড ক্রিকেট দলের এ ম্যাচের অধিনায়ক জো রুট টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।শুরুতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৩৭ রান করেছে ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ব্যাক্তিগত ৫৯ করে রিটায়ার্ড আউট হয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। দলীয় ৭৫ রানে তার মাঠ ছাড়ার পর ৭৮ রানের মাথায় সাব্বিরের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন জো রুট (২)। এরপর দলীয় ৭৯ রানে সাব্বিরের বলে নুরুল হাসানের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার হাসিব হামীদ (১৯)।সাব্বিরের জোড়া আঘাতের পর ইংলিশ ব্যাটসম্যানদের গতি অনেকটাই থেমে যায়। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত ছিলেন গ্যারি ব্যালেন্স। ২৪ রান করে সাব্বিরে তৃতীয় শিকারে পরিনত হন মঈন আলী। শেষপর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ৪ উইকেটে ১৩৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
বিসিবি একাদশের হয়ে তিনটি উইকেটই নেন আজকের ম্যাচের অধিনায়ক সাব্বির রহমান।গতকালই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় ইংল্যান্ড ক্রিকেট দল খেলতে রাজি হয়নি। আজ ৪৫ ওভার করে খেলা শুরু করে দুই দল। কাল (রোববার) থেকে দুই দলের দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে।
বিসিবি একাদশ : সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান, মো. রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহী, ইবাদত হোসাইন।
ইংল্যান্ড একাদশ : হাসিব হামীদ, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, জনি বেয়ারটসো, জাফর আনসারি, আদিল রশিদ, গ্যারেট বেটি, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন।