g সুযোগ পেলে গুম-হত্যার বিচার করবে বিএনপি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২১শে আগস্ট, ২০১৭ ইং ৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সুযোগ পেলে গুম-হত্যার বিচার করবে বিএনপি

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৭, ২০১৬

---

নিজস্ব প্রতিবেদক : সুযোগ আসলে সময়মতো প্রতিটি গুম, হত্যা এবং দুর্নীতির বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ছাত্রলীগ নেতা কর্তৃক প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলাদল এ মানববন্ধনের আয়োজন করে।

গয়েশ্বর অভিযোগ করে বলেন, দেশ আজ নারী-পুরুষ হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে গণহত্যা এবং হত্যা বন্ধ করুন।

নারী হত্যার বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা জানি সরকার আমাদের কোনো কথা শুনবেনা। কেননা আমরা সাগর-রুনিকে হারিয়েছি। কোনো বিচার পায়নি। তনুকে হারিয়েছি, বিচার পায়নি। কিন্তু সময়মতো আমরা প্রত্যেকটি খুন, গুম এবং দুর্নীতির বিচার করবো।

বিএনপির এই নেতা বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, তারপরও নারী হত্যা যেন দেশে রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী বা আইনশৃঙ্খলাবাহিনী কি করছে?

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন দেশবাসীকে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে একের পর এক মা-বোনদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনো বিচার হচ্ছেনা। প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজাকে কোপালো ছাত্রলীগ নেতা সেটারও কোনো বিচার হবে না। এভাবে চলতে দেয়া যায় না।

তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন দরকার। এসব বন্ধ করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার কায়েমের জন্য আন্দোলন অব্যহত রাখতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহিলা দলের নেত্রী শাম্মী আখতার, পেয়ারা মোস্তফা, নূরজাহান ইয়াসমিন, রাজিয়া আলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর