৫ই অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ২০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » ভর্তি পরীক্ষায় কম থাকা প্রশ্নের মার্ক পাবেন সবাই


ভর্তি পরীক্ষায় কম থাকা প্রশ্নের মার্ক পাবেন সবাই


Amaderbrahmanbaria.com : - ৩০.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন কম পাওয়া গেছে। ১০০টি প্রশ্ন থাকার কথা থাকলেও সেখানে ছিল ৯৯টি প্রশ্ন।শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর এ ত্রুটি ধরা পড়ে। এ বিষয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম বলেন, একটি প্রশ্ন কম থাকায় সব পরীক্ষার্থীকে ওই প্রশ্নের নম্বর দিয়ে দেওয়া হবে।

পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এ সংক্রান্ত নির্দেশনা সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

নির্দেশনা আসার আগেই যারা ভুলবশত উত্তর পূরণ করেছিলেন তাদের ওএমআর শিট (উত্তরপত্র) পরিবর্তন করে দেওয়া হয় বলেও জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা ১১টায় শেষ হয় ওই পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৪ শিক্ষার্থী।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close